পেস্ট কন্ট্রোল কি?
পেস্ট কন্ট্রোল শব্দটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এর পুরো অর্থটা আমাদের অনেকেরই জানা নেই। সহজ কথায় ক্ষতিকর পোকামাকড় দমন করার পদ্ধতি হচ্ছে পেস্ট কন্ট্রোল হোক সেটা অফিস কিংবা বাসা। গ্রামের তুলনায় শহরের মানুষেরা পোকামাকড়ের বিড়ম্বনা পোহাতে বেশি দেখা যায়। জীবনের তাগিদে অথবা পেশার প্রয়োজনে তাদের বেশিরভাগ সময় বাসার বাইরে থাকতে হয়। এই সুযোগে তেলাপোকা, উইপোকা, ছারপোকা, ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, সাপ ইত্যাদি ঘরের বিভিন্ন স্থানে রাজত্ব শুরু করে দেয়। এই ধরণের পোকামাকড় ক্ষতিকর ও বিরক্তিকর যার ফলে মানুষ আতঙ্কিত হয়ে উঠে। সবচেয়ে কম সময়ে ও সঠিক উপায়ে এইসব পোকামাকড় দুর করার পদ্ধতিটাই হচ্ছে পেস্ট কন্ট্রোল।
তেলাপোকা, উইপোকা, ছারপোকা, ইঁদুর, মশা, মাছি, টিকটিকি, সাপ ইত্যাদি অন্যান্য পোকামাকড় আতঙ্ক ছড়ানোর পাশাপাশি রোগজীবাণুও ছড়ায়। আপনার ঘরে ছোট বাচ্চা অথবা বয়স্ক বা শারীরিক সমস্যায় ভুগছেন পরিবারে মন কোনো রোগী থাকে আপনার উচিত হবে বাসা-বাড়ির পোকমাকড় দমনে পেস্ট কন্ট্রোল সার্ভিসেস বিডি এর পেস্ট কন্ট্রোল সার্ভিসটা দ্রুত নিয়ে ফেলা।
কেন pestcontrolservicesbd.com থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস নেবেন?
দক্ষ সেবা কর্মী:
আমাদের প্রতিটি প্রশিক্ষিত কর্মী তার দায়িত্বে অভিজ্ঞ। ফলে আপনার ঘর, অফিস কিংবা কারখানা পোকামাকড় দমনে আপনি আমাদের ওপর নিশ্চিন্তে নির্ভর করতে পারবেন ।
সাশ্রয়ী মূল্য:
অন্যান্য প্রোভাইডারদের তুলনায় আমাদের পেস্ট কন্ট্রোল সার্ভিস বেশ সাশ্রয়ী এবং সাধ্যের মধ্যে।
নন-বায়োডিগ্রেডেবল কেমিক্যালের ব্যবহার:
আমরা নন বায়োডিগ্রেডেবল ও গন্ধহীন কেমিক্যাল ব্যবহার করি। আপনি থাকবেন কেমিক্যালের অস্বস্তি থেকে নিশ্চিন্ত।
ঝামেলামুক্ত সার্ভিস:
PestControlServicesBD.com থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিস বুক করা খুবই সহজ। আপনি বলার পরপরই আমাদের সার্ভিস এক্সপার্ট আপনার সাথে যোগাযোগ করবে।
নিরাপদ সার্ভিস:
আমাদের দক্ষ পেস্ট কন্ট্রোল এক্সপার্ট যে কীটনাশক ও কেমিক্যাল ব্যবহার করেন সেটা সম্পূর্ণ পরীক্ষিত। আধুনিক কীটনাশক এখন অনেক বেশি নিরাপদ। আপনি ও আপনার পরিবারের সদস্যরা যাতে সুরক্ষিত থাকেন সেটার প্রতি আমাদের বিশেষ দৃষ্টি থাকে।